Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
যশোরে তেল ব্যবসায়ীর উপর হামলা ও গুরুতর জখম

নিউজ ডেস্ক:

যশোর সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ায় ১৪ ই অক্টোবর) মঙ্গলবার সকালে,বাকিতে তেল বিক্রি না করায়,মফিজুর রহমানের ছেলে রাহাত হাসান (৩২) কে অতর্কিত হামলা চালায় শিহাব ও শাকিল হকিস্টিক দিয়ে এলো পাথাড়ি মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেছে রাহাত হাসানকে।


ঘটনা সূত্রে জানা যায়,শহরের শেখহাটি বাবলাতলায় রাহাতের নিজের দোকান থেকে বাকিতে তেল কিনতে আসে একই এলাকার সৌরভ হোসেনের ছেলে শিহাব (৩২) ও মুকুলের ছেলে শাকিল (৩৪)। রাহাত বাকিতে তেল বিক্রি না করতে চাওয়ায় পরে নগদ টাকায় তেল কিনে নিয়ে যায় তারা। এর মোধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাহাত হাসানকে, হকিস্টিক দিয়ে এলো পাথাড়ি মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে তারা । এরপর স্থানিয়রা উদ্ধার করে রাহাত হাসানকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বতর্মানে রাহাত হাসান যশোর জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছে


এঘটনায় কোতোয়ালি মডেল থানার তদন্ত অফিসার বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে ,আইনগত ব্যাবস্তা প্রক্রিয়ধীন।