ডেমোক্র্যাট অঙ্গরাজ্যগুলোর বরাদ্দ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর জন্য বরাদ্দকৃত ২৬ বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শাটডাউন কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেন তিনি।
স্থগিত প্রকল্পের মধ্যে রয়েছে নিউইয়র্কের সাবওয়ে ও বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ ১৮ বিলিয়ন ডলার এবং ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ ১৬টি অঙ্গরাজ্যে সবুজ জ্বালানি খাতে ৮ বিলিয়ন ডলার।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেন, শাটডাউন কয়েক দিন পেরিয়ে গেলে আরো সরকারি কর্মী ছাঁটাই করা হতে পারে।