Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
জুলাই বিপ্লবের আসামি বানিয়ে মামলাবাণিজ্য

পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নে অগ্রণী ভূমিকা পালন করে যাত্রাবাড়ী থানার এসআই মোর্শেদ আলম পান ২০২৪ সালে সেরা অফিসার পদক। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের বিরোধী হিসেবে টার্গেট ব্যক্তিকে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ২৬ লাখ টাকা আদায়ের। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে আইজিপিস কমপ্লেইন মনিটরিং সেলে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন ভুক্তভোগীর বোন মোসা. নাসিমা আক্তার মুন্নি।

অভিযোগ থেকে জানা গেছে, একটি হজ এজেন্সির মালিক আলহাজ মো. নজরুল ইসলাম খান ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন লিল্লাহ বোর্ডিং, মাদরাসা ও এতিমখানার খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।