কিংবদন্তি প্রাণিবিজ্ঞানী জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
কিংবদন্তি প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ড. জেন গুডল বুধবার ৯১ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আমার প্রিয় বন্ধু, বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানী, প্রাইমাটোলজিস্ট, নৃবিজ্ঞানী এবং পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ড. জেন গুডলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন এক অক্লান্ত কর্মী।
শান্তি, স্থায়িত্ব, ন্যায়বিচার এবং পৃথিবীর সকল প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। প্রাকৃতিক জগত তার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তাকে হারালো, আর আমাদের হৃদয়ে রেখে গেল এক গভীর শূন্যতা। আজ আমি তার অসামান্য অর্জন ও সাফল্যকে সম্মান জানাই, যা তার পার্থিব বিদায়ের পরও পৃথিবীতে প্রভাব বিস্তার করতে থাকবে।’ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জেন গুডল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন।