দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ' গড়বে তরুণরা: ইউএনও রুমানা আফরোজ
মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) থেকে:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বাকেরগঞ্জের জেএসইউ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রুমানা আফরোজ। তিনি বলেন, "আমরা স্বপ্ন দেখি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ। যেখানে প্রতিটি নাগরিক পাবে সমান অধিকার, উন্নত শিক্ষা, স্বনির্ভর অর্থনীতি এবং সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"
ইউএনও আফরোজ এই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের উপর জোর দিয়ে বলেন, "এই গুরুদায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকে। তরুণরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে এবং প্রযুক্তি শিক্ষা ও ঐক্যের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।"
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "মুক্তিযোদ্ধারা আমাদের গর্বিত সন্তান। তাঁদের আত্মত্যাগেই আজ আমরা লাল-সবুজের পতাকা, পরাধীনতা থেকে মুক্তি এবং পৃথিবীর বুকে একটি স্বাধীন জাতির পরিচয় পেয়েছি। তাঁদের এই মহান অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।"
দিনব্যাপী কর্মসূচি
উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক কেরামত আলী সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা।
এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।